কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হলো ‘উদ্যোক্তা মেলা-২০২৪’। সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণবন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ কোর্সের আওতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, ছাত্র উপদেষ্টা মাহফুজুর রহমান, কোর্স সমন্বয়কারী সাবিকুন নাহার বিপাশা এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেলায় মোট ছয়টি দোকানে ছিলো বিভিন্ন রকমের পণ্য। কেউ এনেছে ম্যারিকোর শীতকালীন পণ্য, আবার কেউ এনেছে বাহারি রকমের পিঠা। এছাড়াও ছিলো বিরিয়ানির, হাঁসের মাংস, জুস, ফল, মোমোস, চা ইত্যাদি। প্রতিটি স্টলই ছিল ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মেলা নিয়ে মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, এই মেলাটি মূলত আমাদের ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ কোর্সের উপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে। এখানে আমরা বাস্তবিক বিভিন্ন মার্কেটিং কৌশল প্রয়োগ করে ভোক্তাদের আকর্ষন করতে সক্ষম হয়েছি। সর্বোপরি আমরা এর মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করেছি।