কবিতা -চলো ভিজি বৃষ্টিতে

লেখক: শাহরিয়ার ইসলাম পল্লব
প্রকাশ: ২ years ago

তুমি -আমি

তোমার-আমার এ শহরজুড়ে নামুক তমুল বৃষ্টি
চলো ভিজি সে বৃষ্টিতে!
গা চুঁইয়ে বয়ে যাক বৃষ্টি ভেজা শীতল পানি
দুজন-দুজনার দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে
ভেজা কৃষ্ণচূড়ার রং ছুঁয়ে যাক তোমার খোপার দোটানা বেয়ে
বজ্রের ধ্বনি আর চোখ রাঙ্গানিতে তুমি ঝাপটে ধরো আমায় তোমার প্রতি ভীত মূহুর্তে
ভিজুক তোমার চোখের কাজল, প্রকৃতির সৃষ্ট রঙে মাতুক তোমার অঙ্গদানি
আর আমি মুগ্ধ হয়ে তার রেশ গুনি।

চলো ভিজি বৃষ্টিতে!
যত রাগ-অভিমান, বিরহ-ব্যথা সব নিংড়ে দিয়ে
দুজন দুজনার কাছাকাছি এসে
ঠোঁটে ঠোঁট রেখে বৃষ্টি ভেজা এক আকর্ষিক চুম্বনে লিপ্ত হয়ে
তোমার নুপুরের রিনিঝিনি শব্দে মনে জন্ম দেওয়া আমার কবিতা হয়ে
শত আলোকবর্ষের ব্যবধান কে হার মানিয়ে
অনাবিল আনন্দে, শহরে প্রেমের বিজ্ঞাপন দিয়ে।
চলো ভিজি বৃষ্টিতে !