ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
ভোরের শিশির ভেজা ঘাসের উপর হাটবো
কিন্তু ইচ্ছেটা আজও অপূর্ণই রয়ে গেলো
কারণ সেই চিরচেনা তুমিটাই যে হারিয়ে গেলে।
ইচ্ছে ছিলো তোমার বুকে মাথা রেখে
কোন এক পূর্ণিমার রাতে চন্দ্র বিলাস করবো
কিন্তু আজ আমার আকাশটাই অন্ধকারে ডুবে গেছে
কারণ পূর্ণিমা বিলাসের সেই তুমিটাই যে ছেড়ে চলে গেলে।
ইচ্ছে ছিলো তুমি হাত ভর্তি করে চুড়ি পড়য়ে বলবে ভালোবাসি
কিন্তু আজ হাতে আর চুড়ি পড়া হয় না
কারণ তোমার হাত থেকে চুড়ি পড়ে ভালোবাসি শব্দটা শুনার লোভটা আজও ঘিরে আছে বলে।
ইচ্ছে ছিলো তোমার সাথে রিক্সায় চড়ে ঘুরে বেড়াবো অচেনা শহরে
কিন্তু আজ এই চেনা শহরটাও অচেনা হয়ে গেলো
কারণ আমার চেনা সেই তুমিটাই যে অচেনা হয়ে গেলে।
ইচ্ছে ছিলো কোন এক ফাল্গুনে শাড়ি পড়ে নৌকায় চড়ে বেড়াবো তোমার সাথে
কিন্তু আজ নদী দেখলে বড্ড বেশী ভয় হয়
কারণ আমার বিশ্বস্ত সেই তুমিটাই যে বদলে গেলে।
ইচ্ছে ছিলো তোমার সাথে ছোট একটা সুখের সংসার গড়ে তুলবো
কিন্তু আজ সংসারের কথা শুনলে অজান্তেই রেগে যাই
কারণ আমার সেই তুমিটাই যে আজ অন্যকারো সাথে সংসারী হয়ে গেলে।
ইচ্ছে ছিলো তোমার কোলে মাথে রেখে যেন জগৎ ত্যাগ করতে পারি
কিন্তু আজ কেন জানি ভেতরটা খালি হয়ে গেলো
কারণ হয়তো ভেতর জুড়ে জড়িয়ে থাকা তুমিটা ছেড়ে চলে গেছো বলে।