পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজন ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) সমাপনী সংবর্ধনা-২০২৫ সম্পন্ন হয়েছে।
২০ অক্টোবর ২০২৫, রোজ সোমবার, কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমজাদ হোসেন।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “তোমরা যে জ্ঞান অর্জন করেছ, তা দেশ ও দশের কল্যাণে কাজে লাগাও এবং কর্মজীবনে সফল হও, এটাই আমাদের কামনা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোছাঃ শারমিন আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: হাবিবুর রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যত যাত্রার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনা।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ ও বিভাগকে নিয়ে তৈরি ডকুমেন্টারি ভিডিও (তথ্যচিত্র) প্রদর্শন করেন। এই ভিডিওতে কলেজ জীবনের স্মৃতি, শিক্ষকদের অবদান এবং বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
এছাড়াও, এই ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানের থিম সং ও সম্মাননা সড়কের আদলে তৈরি চাবির রিং-এর মোড়ক উম্মোচন করা হয়।
থিম সংটি কলেজের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা এবং বন্ধুত্বের চিরন্তন বাঁধনকে ফুটিয়ে তোলে।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণায় অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া, কেক কাটা এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।