ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক ফাতিমাতুজ জোহরা ইরানী এবং সদস্য সচিব দিদারুল ইসলাম

লেখক: ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি;
প্রকাশ: ৯ মাস আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিবেটিং সোসাইটির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতিমাতুজ জোহরা ইরানী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম।

বুধবার (২৯ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সকল হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, যথাক্রমে ইয়ামান মুস্তাহসিন, রায়হান বিশ্বাস, অনিন্দ সাহা, ফুয়াদ হাসান, আরশী আখি, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, তারিকুল ইসলাম তারেক, নাহিদুর রহমান, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ, ইয়াছিন আলী

সদস্য সচিব দিদারুল ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই।আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা  যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

আহবায়ক ফাতেমা তুজ জোহরা ইরানী বলেন, আমরা সকলেই মোটামুটি জানি IUDS দীর্ঘ সময় যাবৎ কার্যক্রম বিহীন অচল অবস্হায় ছিলো।এমন একটি অবস্হা থেকে আমার পাওয়া দায়িত্বটি ভীষন গূরুত্বপূর্ন।আমি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে IUDS কে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমার সর্বোত্তম চেষ্টা করবো।হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা অসম্ভব বলে মনে করি।তাই সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে IUDS কে ঈর্ষনীয় স্হানে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।