স্বপ্নবিতান শাখার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মৌলিক গবেষণা বিষয়ক শীর্ষক কর্মশালা (wrakshop on fundamental of research) আয়োজিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরা মোশাররফ হোসেন ভবনের ৪৩৫ নাম্বার কক্ষে কর্মশালাটি আয়োজন হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ এবং মূখ্য আলোচক হিসাবে ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আরিফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও জার্মান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভােগর প্রভাষক সাব্বির আহমেদ।
কর্মলাশাচলাকালীন সময়ে প্রধান অতিথি অধ্যাপক ড কাজী মোস্তাফা আরিফ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা বিষয়ক দূর্বলতা দৃশ্যমান। যেমন অস্যাইনমেন্ট গুলো হতে লেখা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই দিক দিয়ে অনেক এগিয়ে। তারা এসবএসব ক্ষেত্রে অনেকটা প্রযুক্তি নির্ভর।যারফলে তারা কপিরাইট ইস্যু ইত্যাদি সংক্রান্ত বিষয়ে গভীর ভাবে পর্যবেক্ষণ করতে পারে। তাই আমাদেরকে এ বিষয়ে আরো এগিয়ে যেতে হবে।
এছাড়া কর্মশালার বিশেষ অতিথি প্রভাষক সাব্বির আহমেদ বলেন, স্বপ্নবিতানের কাছে যে প্রত্যাশা ছিলো সেটা অংশগ্রহণকারীদের কাছে আরও বেড়ে গেছে।শিক্ষার্থীদের স্বপ্নের অগ্রযাত্রায় স্বপ্নবিতান আগামী দিনের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের অন্যতম সারথী হবে আমি আশাকরি।