ইবিতে ‘নিউজপেপার ও কলাম রাইটিং’ বিষয়ক কর্মশালা

লেখক: ইবি প্রতিনিধি;
প্রকাশ: ৯ মাস আগে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে ‘নিউজপেপার ও কলাম রাইটিং: বা ফ্রেমওয়ার্ক ফর এলিভেটিং লার্নারস রাইটিং অ্যাবিলিটিজ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। চার ঘণ্টাব্যাপী এ কর্মশালায় অংশ নেন দেড় শতাধিক শিক্ষার্থী।

এতে শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: আবদুল্লাহ আল মুনাইমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি ও আবদুল্লাহ আল মাহমুদ, প্রশিক্ষক ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বিল্লাল হোসেন।

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্ম, দর্শন, বিজ্ঞানসহ সকল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে জোর দেন প্রশিক্ষক মো. বিল্লাল হোসেন। এছাড়াও একজন লেখককে অবশ্যই সমাজের অন্য মানুষের থেকে আলাদাভাবে ভাবা, দুশ্চিন্তামুক্ত হয়ে লেখালেখির প্রতি ইচ্ছেশক্তির সাথে সঠিক পরিশ্রমের মাধ্যমেই দক্ষ লেখক হয়ে ওঠা সম্ভব বলে জানান তিনি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারের মত এবারও ভিন্ন কিছুর আয়োজন করে চলেছে। আশা করি সহযোগী সদস্যদের  হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একইসাথে নতুন লেখকদের লেখনীর যাত্রা সুদীর্ঘ হবে বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এছাড়া ইবি শাখা পরপর চার বারের বর্ষসেরা শাখা নির্বাচিত হয়।