উপন্যাসের আনমনা গোধূলি হয়তো ক্ষণিকের,
কিন্তু তার মহিমা অন্তহীন।
প্রান্তহীন আবাসে অন্তহীন হিয়া।
হোক না নৈঃশব্দ্যে আলাপন;
যেখানে থাকবে না অস্থিরতা;
থাকবে না প্রস্থানের তাড়া।
তাই বলি আনমনা গোধূলি মূল্যহীন নহে।
এই আনমনা গোধূলির স্বাদ,
নিতে পারে সে জন,
যে জন একাকিত্ব ভুবনে মুক্ত পথিক।

