আনন্দ জনকল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আনন্দীপুর ও আন্দিরপাড় গ্রামের তরুণদের সংগঠন ‘আনন্দ জনকল্যাণ সংস্থা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুর আলম জসিম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্ণব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং জয়াগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাকসুদ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেফায়েত উল্যা, আনোয়ারুল আজিম, আবুল খায়ের, মহি উদ্দিন সেলিম, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেম্বার মাকসুদ আলম বলেন, “সংগঠনের স্বচ্ছতা এবং কর্মতৎপরতা প্রশংসনীয়। প্রতিবারের মতো তারা তাদের বার্ষিক কার্যক্রমের হিসাব আপনার সামনে তুলে ধরেছে এবং আমি মনে করি, এই হিসেব নিয়ে কেউ বিন্দুমাত্র প্রশ্ন তুলতে পারবে না। সংগঠনের সদস্যরা প্রতিহিংসা দূরে রেখে উন্নয়নমূলক কাজ করে চলছে, যা সকলের জন্য অনুকরণীয়।”

সভাপতির বক্তব্যে নুর আলম জসিম বলেন, “বন্যার সময় সংগঠনের সদস্যরা যে আশ্রয়কেন্দ্র পরিচালনা করেছে, তা ছিল ব্যতিক্রম। আশ্রয় নেয়া মানুষদের সাথে তারা অতিথির মতো আচরণ করেছে, যা সত্যিই প্রশংসার যোগ্য এবং তরুণদের এমন কাজ ভবিষ্যতে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরবর্তীতে অনুষ্ঠানে সভাপতি সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে নতুন কমিটি প্রণয়নের ঘোষণা দেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।