আট দফা দিলো বেরোবি সমন্বয়করা

লেখক: রহমান,বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ দফা পেশ করেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে( বেরোবির) সমন্বয়কেরা।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তারা এক প্রেস ব্রিফিং এর মাধ্যামে তাদের এ দফা তুলে ধরেন।

সেসময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার সোহাগ,আরমান হোসেন,রহমত আলী,সুমন সহ অনেকেই।

তারা যে ৮টি দফা দিয়েছেন তা হলো
১।উপাচার্য তার দায়িত্ব পালনে অবহেলা করার কারণে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। সে স্হানে একজন যোগ্য ও মেরুদণ্ড বিশিষ্ট ব্যাক্তি তার স্থলাভিষিক্ত হবে।
২।প্রক্টোরিয়াল বডি, প্রভোস্ট বডি,ও ছাত্র পরামর্শকদের মধ্যে থেকে যাদের মদদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কালো অধ্যায় রচিত হয়েছে তাদের পদত্যাগ করতে হবে।
৩।সকল ধরনের শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ করে সুষ্ঠু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জবাব দিহী মূলক প্রশাসন তৈরি করতে ছাত্র সংসদ চালু করতে হবে।
৪।শহিদ আবু সাঈদ স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ,এক নং গেট নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ গেইট,ও তার পরিবারের একজনকে চাকুরীর সুযোগ করে দেয়া। একই প্রক্ষিতে অদূর ভবিষ্যতে অডিটোরিয়াম তৈরির যাবতীয় ব্যাবস্হা নিয়ে সেটির নাম শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম রাখার জোর দাবি জানানো হলো।
৫!আবু সাঈদ হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধী কে যথাযথ বিচারের আওতায় আনতে হবে।
৬।নিরস্ত্র, নিরপরাধ সাধারণ শিক্ষার্থীর উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তাদের বরখাস্ত সহ,ছাত্র লীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবেও তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে।
৭!মেধা,আর্থিক অসচ্ছলতার ভিত্তিতে হলে অবাসন সুবিধা দিতে হবে।হলে অবৈধভাবে সিট দখলকারীদের বিচারের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক কর্মকান্ডের আশ্রয় না দিয়ে শক্ত হাতে দমন করতে হবে।
৮।বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা কোনো শিক্ষার্থীদের কে কোনো ধরনের একাডেমিক,রাজনৈতিক, প্রশাসনিক,আইনগতভাবে হেমস্তা করা যাবেনা।যারা এ আন্দোলনে আহত তাদেরকে চিকিৎসার ব্যাবস্হা করা।

উল্লেখ্য আট দফা শেষ করার মাধ্যমে তাদের প্রেস ব্রিফ্রিং শেষ হয়।