অধিকার আদায়ে কুবি আইন বিভাগের শিক্ষার্থীদের আবেদনপত্র

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ৮ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অধিকার আদায় ও বিভাগের নানাবিধ সমস্যা সমাধানের জন্য উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দেন।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বরাবর আইন বিভাগের চলমান সকল ব্যাচের শিক্ষার্থীরা একটি আবেদন পত্র জমা দিয়েছেন।

আবেদনপত্র থেকে জানা গেছে, বিভাগের বয়স ১০ বছর হতে চললেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক নাই। যথাসময়ে ইনকোর্স ও চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় না। এছাড়াও আইন বিভাগের শিক্ষার্থীদের সহযোগী সংগঠন ‘ল’ ক্লিনিক ও মুটিং ক্লাবের কমিটি ও কার্যক্রম নাই। আন্দোলন পরবর্তী শিক্ষার্থীদের লেখাপড়ার গ্যাপ ফিলাপের জন্য পাঠদান নিয়ে কোন রিকভারি পরিকল্পনা করা হয়নি।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আমি আইন বিভাগের ডিন হওয়ায় বিভাগ সম্পর্কে মোটামুটি জানি। এই বিভাগে বেশকিছু সমস্যা রয়েছে। সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই এই বিভাগে ভর্তি হয়। আমি চেষ্টা করবো খুব দ্রুতই যেন এই সমস্যাগুলো সমাধান করতে পারি’।